Facebook আনলো ক্লাউড গেমিং সার্ভিস, কারা কিভাবে কি গেম খেলতে পারবে জানুন

Facebook আমাদের দৈনন্দিন জীবনে এক আলাদিনের আশ্চর্য প্রদীপ। সোশ্যাল মিডিয়ায় সাধারণত যে সব সুবিধা পাওয়া যায়, তার চেয়েও বেশি সুবিধা প্রদান করে ফেসবুক। সে জিনিসপত্র কেনাবেচা হোক, কিংবা চাকরি খোঁজা- সবটাই এখন ফেসবুকের মাধ্যমে করা যায়। ক্যাজুয়াল গেমিং-এর জন্যও অন্য কোথাও যাওয়ার দরকার পড়েনা, ফেসবুক অ্যাপেই খেলা যায় বিভিন্ন ধরনের গেম। সেই সঙ্গে এবার Facebook ওয়েব ও অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য তাদের নিজস্ব ক্লাউড গেমিং সার্ভিস আনতে চলেছে। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিই।

ফেসবুক তাদের অ্যাপ ও ব্রাউজারে বিভিন্ন ক্লাউড-স্ট্রিমড গেম লঞ্চ করে ক্লাউড গেমিং প্ল্যাটফর্মে প্রবেশের চেষ্টা করছে। এই গেমগুলি তৎক্ষণাৎ খেলা যাবে। এর জন্য গেম ডাউনলোড করার দরকার পড়বে না। এমনকি কোন বিশেষ হার্ডওয়্যার বা কন্ট্রোলারেরও দরকার নেই। সরাসরি ফেসবুক অ্যাপ বা ওয়েব ভার্সন থেকে এগুলি খেলা যাবে।

ক্লাউড-স্ট্রিমড গেম গুলি দুটি ফরম্যাটে পাওয়া যাবে

১. সম্পূর্ণ ফ্রি-টু-প্লে মোবাইল গেম যা Play অপশনের নতুন রূপে পাওয়া যাবে।

২. ক্লাউডের খেলার বিজ্ঞাপন যাতে ইনস্ট্যান্টলি গেম খেলা যাবে।

গেমের তালিকা

Facebook-এর ক্লাউড গেমিং প্ল্যাটফর্মে উপলব্ধ গেমগুলির মধ্যে রয়েছে Asphalt 9: Legends; Mobile Legends: Moonton-এর Adventure; PGA TOUR Golf Shootout; Solitaire: Arthur’s Tale; এবং WWE SuperCard। ভবিষ্যতে ফেসবুক Dirt Bike Unchained-সহ আরো কিছু গেম শুরু করবে।

ফেসবুক জানিয়েছে, এখন যেহেতু এই প্ল্যাটফর্মটি বিটা ফেজে আছে সেজন্য গেম খেলার ক্ষেত্রে কিছু অসুবিধা হতে পারে। ২০২১ সাল থেকে গেমগুলির সম্প্রসারণ শুরু হবে।

প্লেয়ারের নাম ও অবতার

ফেসবুক ক্লাউড গেমিং প্ল্যাটফর্মে গেমিং-এর উপযুক্ত অবতার এবং প্লেয়ারদের নাম সংযুক্ত থাকবে। এর মাধ্যমে প্লেয়াররা নিজেদের উপস্থাপন করতে পারবেন। ফেসবুক ইউজারদের আসল নামের পাশে প্লেয়ার নেম এবং গেমিং অ্যাক্টিভিটি দেখা যাবে। এর মাধ্যমে তারা অন্যান্য বন্ধু ও প্লেয়ারদের সাথে সংযুক্ত হতে পারবেন।

ডেডিকেটেড গেমিং সেকশন

ফেসবুক একটি নতুন গেমিং সেকশন তৈরি করছে যেখানে নতুন গেম খোঁজা আরো সহজ হবে। একবার যে গেম খেলেছেন সেটাও সহজে খুঁজে পাবেন এই সেকশনে। ফেসবুকের তরফ থেকেও এখানে নতুন গেমের সাজেশনও দেওয়া হবে।

ফেসবুকের ক্লাউড গেমিং সার্ভিসটি এখন আমেরিকার ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ম্যাসাচুসেটস্, নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেক্টিকাট, রোড আইল্যান্ড, ডেলাওয়্যার, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া ইত্যাদি জায়গায় উপলব্ধ। ভবিষ্যতে প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচারের উপলব্ধতা অনুযায়ী ধীরে ধীরে তারা গোটা আমেরিকা জুড়ে এই সার্ভিস ছড়িয়ে দেবে।

তবে Apple ইউজাররা এই ক্লাউড গেমিং-এর সুবিধা পাবেন না। এই বিষয়ে ফেসবুক জানিয়েছে অ্যাপেলের নতুন ক্লাউড গেমিং পলিসির জন্য এই সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে অ্যাপেলের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে ফেসবুকের।