Tata Nexon: গাড়ির বাজারে টাটার দাপট বাড়ছে, নেক্সন মার্চে ফের দেশের বেস্ট সেলিং SUV

ভারতের গাড়ির বাজার বিশ্বের চতুর্থ বৃহত্তম। তাই সংস্থাগুলির মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলে। সেই রেষারেষির মধ্যেই মার্চ মাসে ভারতে সর্বাধিক বিক্রিত এসইউভি গাড়ির তকমা জিতে নিল টাটা নেক্সন (Tata Nexon)। তবে যাত্রাপথটি যে সুগম ছিল না, তা বেশ আঁচ করা যাচ্ছে। কারণ হুন্ডাই (Hyundai), মাহিন্দ্রা (Mahindra) এবং কিয়া (Kia)-র মতো এক সে এক পোড় খাওয়া প্রতিপক্ষ সংস্থার সাথে ময়দানে লড়াই করে সেরার শিরোপা জিতে নিতে Tata Nexon-কে যথেষ্টই বেগ পেতে হয়েছে।

Tata Nexon-কে এই সাফল্য এনে দিতে সহায়তা করেছে গাড়িটির ক্র্যাশ টেস্ট রেটিং, বড় কেবিন এবং অন্যান্য চমকদার ফিচার। গত মাসে ভারতে ১৪,৩১৫টি টাটা নেক্সন বিক্রি হয়েছে। তবে তাৎপর্যপূর্ণ বিষয়টি হল বিক্রির নিরিখে নেক্সন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মারুতি সুজুকি ভিতারা ব্রেজ্জা (Maruti Suzuki Vitara Brezza)-কেও অনেকটা পেছনে ফেলে দিয়েছে। মার্চে মোট ১২,৪৩৯ ইউনিট বিক্রি হয়েছে ভিতারা ব্রেজ্জার। এদিকে খুব শীঘ্রই ভারতের বাজারে ব্রেজ্জা’র নতুন প্রজন্মের মডেলটি লঞ্চ হতে চলেছে। এটি বাজারে আসার পরও যদি নেক্সন নিজের জায়গা ধরে রাখতে পারে, তবেই জমবে খেলা।

এদিকে মার্চ মাসে ভারতের বাজারে মোট ৪২,২৯৩টি গাড়ি বিক্রি করেছে টাটা মোটরস (Tata Motors)। গত বছরের এই সময়ে বিক্রির পরিমাণ ছিল ২৯,৬৫৪টি। এর ফলে গতবারের তুলনায় ৪২.৬২% বিক্রি বৃদ্ধি পেয়েছে টাটার। আবার এ বছরের ফেব্রুয়ারির তুলনায় মার্চে বিক্রিতে উত্থান ঘটেছে ৫.৭৮%। বিক্রি বৃদ্ধির এই কৃতিত্ব Tata Nexon, Punch (১০,৫২৬টি) এবং Altroz (৪,৭২৭টি)-কে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, টাটা নেক্সনের ব্যাটারিচালিত সংস্করণ Tata Nexon EV ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে রাজ করছে। গত মাসে গাড়িটির ৩,৩৫৭ ইউনিট বিক্রি হয়েছে৷ এমনকি, বর্তমানে এটিই দেশে সর্বাধিক বিক্রিত চার চাকার বৈদ্যুতিক গাড়ি।